-->

শ্রীশ্রী লক্ষ্মীমাতার আবাহন গীত | Lakshmi Abahon Geet

শ্রীশ্রী লক্ষ্মীমাতার আবাহন গীত | Lakshmi Abahon Geet, শ্রীশ্রী লক্ষ্মীমাতার আবাহন গীত | Lakshmi Abahon Geet, শ্রীশ্রী লক্ষ্মীমাতার আবাহন গীত | Lakshmi Abahon Geet with PDF .

শ্রীশ্রী লক্ষ্মীমাতার আবাহন গীত


শ্রীশ্রীলক্ষ্মীমাতার আবাহন গীত


এসো মা' লক্ষ্মী, বসো মা' লক্ষ্মী, 

উড়ায়ে কনক-অঞ্চল খানি।

দু'-হাতে বিতরি করুণাসিদ্ধি, 

 দারিদ্র্য দুঃখ-নাশ-নাশিনী ॥ 

থাকো মা' গৃহেতে হইয়া অচলা,

পূজিব তোমার চরণ-কমলা,

 তোমারি কৃপায় লভিব সকলি, 

 অকূলে তার 'মা' (ওমা) তারিণী।

এসো মা' কমলা হ'য়ো না নিদয়া, 

নিবারণে মাগো দেহ পদছায়া,

পাই যেন তব অপার করুণা, 

 তুমি মোরে মাগো ছেড়ে যেও না,

তোমারি ও দু'টি চরণ-স্পর্শে,

 হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে,

রাখিব তোমারে সবারি শীর্ষে, 

পূজিব চরণ কমলখানি। 

আমা পানে চাও, করুণা নয়নে, 

দাও মাগো শান্তি তাপিত পরাণে, 

শেষের দিনে রেখো মা চরণে, 

ও ভব পারের ওই তরণী ॥

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement