-->

হনুমান আরতি | Hanuman Aarti

শ্রীহনুমানজীর আরতি, आरती कीजै हनुमान लला की,hanuman Aarti,हनुमान जी की आरती Hanuman Ji Ki Aarti, श्री हनुमान की आरती, Shri Hanuman Aarti - শ্রীহনুমান আরতি 

হনুমান আরতি | Hanuman Aarti


শ্রীহনুমানজীর আরতি

আরতি কিয়ে হনুমান লাল কি। 

দৃষ্ট দলন রঘুনাথ ভক্ত কি৷৷ 

গিরিবর কাঁপে যার প্রবল শক্তিতে।

রোগ শোক তাপ আদি না আসে কাছেতে ৷৷ ১ ॥

জয় হনুমানজী কি।

অঞ্জনার পুত্র মহাবলবান।

শিষ্টের পালনকারী দুষ্টের দলন ॥ ২॥

জয় হনুমানজী কী।

যে বীর রঘুনাথ লঙ্কা পাঠাইল।

লঙ্কা দগ্ধ করি আসি রামে প্রণমিল॥ ৩ ||

জয় হনুমানজী কী।

রামানামে অগাধ সমুদ্র পার হৈল।

পবন নন্দন তাহে ভয় না পাইল ॥৪॥

জয় হনুমানজী কী।

লঙ্কায় যাইয়া অসুর বিনাশিল।

শ্রীরামচন্দ্রের কাজ সমাধা করিল ॥৫॥

জয় হনুমান কী।

যুদ্ধেতে লক্ষ্মণ মূর্ছা গেল শক্তিশেলে।

সঞ্জীবন আনি তাঁর প্রাণ বাঁচাইলে ॥৬॥

জয় হনুমানজী কি।

পাতালেতে গিয়া পাতাল জয় করে।

অনায়াসে বধ কৈলে অহীরাবণেরে ॥৭॥

জয় হনুমানজী কী।

বাম হস্তে কর তুমি অসুর দলন। 

দক্ষিণ হস্তেতে কর সাধুর রক্ষণ ॥৮॥

জয় হনুমানজী কা।

আরতি করে সুর নর মুনিগণ।

সবে বলে জয় জয় পবন নন্দন । ৯ ৷৷ 

জয় হনুমানজী কী।

সুবর্ণ থালাতে কপূর লয়ে করে।

অঞ্জনা জননী তব আরতি করে ॥ ১০৷৷ 

জয় হনুমানজী কী।

শঙ্খ বাজে ঘণ্টা বাজে করতাল।

মধুর মৃদঙ্ক বাজে শুনিতে রসাল ॥ ১১ ৷৷ 

জয় হনুমানজী কী।

ঘৃতের প্রদীপ সবে করে প্রজ্জ্বালন।

চামর ব্যজন করে যত ভক্তগণ ৷৷ ১২৷৷ 

জয় হনুমানজী কী।

হনুমানজীর আরতি যেবা করে গান।

অন্তকালে সেই ভক্ত বৈকুণ্ঠেতে যান ॥ ১৩৷৷ 

ইতি শ্রী হনুমানজীর আরতি-

Read Also- হনুমান প্রনাম মন্ত্র Hanuman Mantra

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement