-->

হনুমান প্রনাম মন্ত্র Hanuman Mantra

হনুমান হিন্দু ধর্মে একটি প্রমুখ দেবতা এবং রামায়ণের মৌলিক চরিত্র। তিনি বাণররূপে চিত্রিত করা হয় এবং ভগবান শ্রীরামের অতীতকালে তার বৃদ্ধি হয়েছে, সে কারণে তিনি প্রাচীন বৃদ্ধির স্মারক হিসেবে বোঝা হয়।

হনুমানকে তার অমিত শক্তি এবং ভক্তির প্রতীক হিসেবে পূজা হয়। হনুমানের পূজা হিসেবে হানুমান জয়ন্তী বা হানুমান জয়ন্তী বা হনুমান জয়ন্তী হয়ে থাকে, যা বিভিন্ন হিন্দু দেশে প্রতিষ্ঠানা হয়ে থাকে।

হনুমান প্রনাম মন্ত্র

হনুমানের চরিত্রটি বিভিন্ন হিন্দু গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, যেমন রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি। হনুমানের চরিত্রে ভগবান শিব এবং মাতা পার্বতীর মধ্যে বৃদ্ধি পাওয়া যায়।

হনুমান বিভিন্ন উপায়ে পূজা হয়, এবং তিনি ভক্তদের মধ্যে একটি অগ্রগণ্য দেবতা হিসেবে বিশেষভাবে পূজা হয়ে থাকে। হনুমান চালীসা, হনুমান আষ্টক, বজরঙ্গ বাণ, হনুমান সহস্ত্রনাম ইত্যাদি তার পূজার অংশ। 


হনুমান প্রনাম মন্ত্র

মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিতমতাং বরিষ্ঠম্ 

বাতাত্মজং বানরযূথং মুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি। ।

ওঁ শ্রীশ্রীসীতালক্ষ্মণভরতশত্রুঘ্নহনুমন্তসমেত

 শ্রীশ্রীরামচন্দ্র পরমব্রহ্মণে নমঃ।

হনুমানজীর বন্দনা (Hanuman Bandana)


মহলে মূরতি তব মারুত নন্দন। 
সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন। 
পবন তনয় সাধুজন হিতকারী।
 হৃদয়ে বিরাজ কর রক্ষকূল অরি।

জেনে নিন- 
You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement