-->

2024 কাস-ব পুজার দিন ও তারিখ । কংসব্রতর মেলা । Kasbo Puja Date Time

কাস-ব পুজার দিন ও তারিখ । কংসব্রতর মেলা । 2024 Kasbo Puja Date Time| 2024 কাস-ব পুজার দিন ও তারিখ । কংসব্রতর মেলা । কাসব পুজার দিন ও তারিখ, Kasbo Puja Date Time Calendar.

কাস-ব পুজার দিন ও তারিখ


মাঘী পূর্ণিমার দিন এই কংস মূর্তির পূজা হয় এবং সেই সঙ্গে গ্ৰামপুজোও অনুষ্ঠিত হয়। পুজোর আয়োজনে কিছু বিশেষত্ব রয়েছে। সেটি হল আগুন বা ‘ধর্মের আগুন’ জ্বালানোর অনুষ্ঠান। ত্রয়োদশীর দিন সন্ধ্যাবেলায় ঢাকঢোল বাজিয়ে কাছের পুকুরে ডুব দিয়ে একটি কাঠের টুকরো তুলে আনা হয়। সেই কাঠের টুকরোটিতে প্রচুর তেল সিঁদুর মাখিয়ে সেটিকে মাথায় করে ভক্তরা পুরো গ্ৰাম প্রদক্ষিণ করেন। চতুর্দশীর দিন সন্ধ্যায় গ্ৰাম পুজো হয় এবং কংসের বেদীতে পুজো করে বাতাসার লুট দেওয়া হয়। বেদীতে পাঁঠা বলিও দেওয়া হয়।আগুন পূজাই এই মেলায় প্রধান।এই উৎসব মানুষের কাছে ‘কাস-ব’ অথবা কাসব উৎসব বা ‘ব’ উৎসব নামে পরিচিত।


Name of Festivals  Date of Festivals  Day of Festivals
Kasbo Puja / কাস-ব পুজার 24 February, 2024 Saturday

বাংলা প্নজিকা অনুসারে- ১১ ফাল্গুন, ১৪৩১

কাশব পূজা উপলক্ষে মেলা- 
  • মালদা জেলার ধাওয়াইল গ্রাম
  • দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুশমণ্ডি থানার করঞ্জি। 
You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement