-->

মৃত দেহকে কেন দাহ করা হয়? Mrito dehoke keno daho kra hoy

মৃতদেহকে কেন দাহ করা হয়? Mrito dehoke keno daho kra hoy, Mrito Manush keno daho kra hoy, মৃত ব্যক্তিকে কেন দাহ করা হয়? 

 মৃতদেহকে কেন দাহ করা হয়?


হিন্দুশাস্ত্র মতে মৃতদেহকে কোন উপায়ে সংরক্ষণ না করে দাহ করাই প্রাচীন রীতি। এই রীতি মেনেই যুগ যুগ ধরে চলে আসছে দাহ প্রথা। হয়তো এর অনেক ধর্মীয় কারণ আছে। কিন্তু এর বিজ্ঞানগত ভিত্তি কতটুকু সেটাই দেখা যাক।

আমরা জানি, সুস্থ নিরোগ শরীরে মানুষ মারা যায় মুষ্টিমেয় কয়েকজন। আর বাদ বাকী কোটি কোটি মানুষই মারা যায় নানা জটিল রোগে ভুগে। আগের দিনে কবিরাজী ছাড়া আধুনিক চিকিৎসা পদ্ধতির কিছুই ছিল না। ছিল না প্রতিষেধক কোন টিকা। যে কারণেই পূর্বে সতর্ক হওয়ার জন্যই তাঁরা মৃতদেহ দাহ করে ফেলতেন। কারণ মৃতদেহ ভাসিয়ে দিলে বা সমাধি দিলে সেই সব রোগ জীবাণু আবার বাতাসে ভেসে ভেসে সুস্থ মানুষকে আক্রমণ করতে পারে, দাহ করলে সেসব কোন সমস্যাই থাকে না। এমন কি মৃতের বিছানাপত্রও ফেলে দেওয়ার রীতি ঐ একই কারণে। সুতরাং মানবিক কারণে এ প্রথা নিষ্ঠুর হলেও সর্বযুগেই এ প্রথার প্রয়োজনীয়তা ছিল ও থাকবে বলেই মনে হয়।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement