-->

শ্রীপঞ্চতত্ত্ব বন্দনা | Pancha Tattva Mantra in bengali

পঞ্চ তত্ত্ব বিচার: Pancha Tattva Vichar (Bengali), শ্রী পংচ তত্ব মংত্র - Vaishnava Gitavali, Sri Pancha Tattva Mantra, পঞ্চতত্ত্ব (বৈষ্ণবধর্ম), পঞ্চতত্ত্ব এবং প্রনাম মন্ত্র,Panchatattva Rupe Sri Chaitanya Mahaprabhu,Panch Tattva Pranam Mantra (श्री पंच-तत्व प्रणाम मंत्र), Pancha Tattva Mantra & Maha Mantra


পঞ্চতত্ত্ব (Pancha Tattva, সংস্কৃতে পঞ্চ মানে পাঁচ এবং তত্ত্ব মানে সত্যতা বা বাস্তবতা) বলতে গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে ঈশ্বর বা পরম সত্যের পাঁচটি দিককে ইঙ্গিত করে বা বোঝায়।

শ্রীপঞ্চতত্ত্ব বন্দনা



শ্রীমন্মহাপ্রভু নিজের শ্রীমুখে বলেছেন-  

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্। 

কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা।।

 অর্থাৎ-এই কলিযুগে হরিনাম মহামন্ত্র ব্যতীত, মানবের আর গতি নাই, গতি নাই, গতি নাই।


তারকব্রহ্ম নাম

হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।


শ্রীপঞ্চতত্ত্ব বন্দনা


জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ।

 (নিতাই, গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ 

জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ।)।।

 জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ।

 জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীঅদ্বৈতচন্দ্র।। 

জয় জয় যশোদানন্দন শচীসুত গৌরচন্দ্র।

 জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।

 জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ।

 জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারী মুকুন্দ।। 

জয় জয় পঞ্চপুত্র সহ নাচে রায় ভবানন্দ। 

জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ।। 

জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহান্ত।

 সবে মিলি কৃপা করি দেহ গৌর চরণারবিন্দ।।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement