-->

হনুমৎ স্তব মন্ত্র অনুবাদ সহ । হনুমান স্তব - Hanuman Bhajan

হনুমৎ স্তব মন্ত্র অনুবাদ সহ । হনুমান স্তব - Hanuman Bhajan, हनुमान भजन,  জেনে নিন হনুমৎ স্তব মন্ত্র অনুবাদ সহ । জেনে নিন হনুমান স্তব - Hanuman Bhajan With PDF.

হনুমৎ স্তব


হনুমৎ স্তব

অতুলিত বলধামং হেমশৈলাভ দেহং। 

দনুজবনকৃশাং জ্ঞানিনামাগ্রগণ্যম্ ৷৷ ১ ৷৷ 

বঙ্গানুবাদ- তাঁহার হৃদয়ে ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্র সদা বিরাজিত, যিনি রাক্ষসরূপী অরণ্যকে দগ্ধ করিয়াছিলেন, সেই পবন- নন্দনকে আমি প্রণাম করি। যাঁহার দেহকান্তি, যিনি রাক্ষসরূপ অরণ্য ধ্বংসকারী এবং জ্ঞানীগণের অগ্রগণ্য, তাঁহাকে প্রণাম করি ॥ ১ ৷৷


সকল গুণনিধানং বানরামাধীশং। 

রঘুপতি প্রিয় ভক্ত বাতাজাতং নমামি ॥ ২॥


বঙ্গানুবাদ- যিনি সকলগুণের আকর, যিনি বলানরগণের অধীশ্বর, যিনি রঘুপতি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত, সেই পবনপুত্রকে আমি প্রণাম করি॥২॥


গোষ্পদীকৃত বারীশং মশকীকৃত রাক্ষসম্।

 রামায়ন মহামালারত্নং বন্দেহনিলাত্মজম্ ॥৩॥ 

বঙ্গানুবাদ- যিনি সমুদ্রকে গরুর খুরের জলমাত্র করিয়াছেন, রাক্ষসকূলকে মশকের ন্যায় দলিত করিয়াছেন, রামায়ণরূপ মহামালারত্ন স্বরূপ সেই অনিলাত্মজ শ্রীহনুমানকে প্রণাম করি ॥৩॥


অঞ্জনানন্দনং বীরং জানকী শোকনাশমনম্।

 কপীশমক্ষ হস্তারং বন্দে লঙ্কাভয়ঙ্করম্ ॥৪॥

 বঙ্গানুবাদ- যিনি অঞ্জনার নয়নানন্দন প্রবল প্রতাপ বীর, যিনি মা জানকীর শোক নিবারণকারী রসংহারক, লঙ্কার ভয়ঙ্কর ভীতি উৎপাদনকারী সেই কপিরাজ শ্রীহনুমানজীকে আমি বন্দনা করি ॥৪॥


আদায় তেনৈব দদাহ লঙ্কা নমামি তং

 প্রঞ্জলিরাঞ্জনেয়ম্ ॥৫॥

 বঙ্গানুবাদ- যিনি সিন্ধু সলিল উল্লঙ্ঘন করিয়া জনকাত্মজা সীতার শোকাগ্নি লইয়া সেই অগ্নিতে লঙ্কাকে জ্বালাইয়াছিলেন, সেই অঞ্জনেয়কে আমি করজোড়ে প্রণাম করি ॥৫॥


মনোজবং মারুততুল্যবেগং জিতেন্দ্রিং বুদ্ধিমত্তাং বলিষ্ঠম।

 বাতাত্মজং বানরয়ুথং মুখ্য শ্রীরামদূতং শরণং প্রপদ্যে॥৬ ||

বঙ্গানুবাদ- যিনি মনের ন্যায় শীঘ্রগতিযুক্ত, এবং পবনতুল্য মহাবেগবান, যিনি ইন্দ্রীয় বিজয়ী, বুদ্ধিমানগণের মধ্যে শ্রেষ্ঠা, সেই বায়ুপুত্র বানরগণের অগ্রণী সেই শ্রীরামচন্দ্রের দূতের শরণ লইলাম ।। ৬ ।।


অঞ্জনেয়মতিপাটলাননং কাঞ্জনাদ্রিকমনীয় বিগ্রহম্।

 পারিজাত তরুমূলবাসিনং ভাবয়ামি পরমানন্দম্ ॥৭॥ 

বঙ্গানুবাদ-যাঁহার বদন রক্তবর্ণ এবং স্বর্ণগিরি সমান দেহকান্তি, যিনি পারিজাত বৃক্ষমূলে বাস করেন, সেই পরমানন্দ হনুমানজীকে আমি চিন্তা করি ॥৭॥


যত্র যত্র রঘুনাথকীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম্।

 বাষ্পবারিপূর্ণ লোচনং মারুতি নমত রাক্ষসান্তরম্ ॥৮॥ 

বঙ্গানুবাদ- যে যে স্থানে শ্রীরঘুনাথের নাম কীর্তন হয় সেই সেই স্থানে স্বমস্তকে অঞ্জলী ধারণপূর্বক সাশ্রুনেত্রে শ্রীহনুমানজী উপস্থিত থাকেন। সেই রাক্ষসবংশ ধ্বংসকারী কাল স্বরূপ মারুতিকে নমস্কার করি॥৮॥


প্রণাম

মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিতমতাং বরিষ্ঠম্ 

বাতাত্মজং বানরযূথং মুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি ।।

 ওঁ শ্রীশ্রীসীতালক্ষ্মণভরতশত্রুঘ্নহনুমন্তসমেত 

শ্রীশ্রীরামচন্দ্র পরমব্রহ্মণে নমঃ।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement