-->

শ্রীকৃষ্ণরূপ বর্ণন | Shri Krishna Roop banana

শ্রীকৃষ্ণরূপ বর্ণন |  Shri Krishna roop banana, শ্রী শ্রী ভগবান কৃষ্ণের রূপ বর্ণন । জেনে নিন শ্রীকৃষ্ণরূপ বর্ণন |  Shree Shri Krishna roop banana, শ্রী কৃষ্ণ এর রূপ বর্ণনা |  Shri Krishna Rup banana

কৃষ্ণ ( कृष्ण) বা শ্রীকৃষ্ণ ( श्रीकृष्ण) হলেন সনাতন হিন্দুধর্মে পরম পুরুষোত্তম ভগবান। পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার। তাঁকে সর্বোচ্চ ঈশ্বর (পরম সত্ত্বা) উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতা-এর প্রবর্তক। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মোৎসব পালন করা হয়। Source- Wikipedia

শ্রীকৃষ্ণরূপ বর্ণন


 শ্রীকৃষ্ণরূপ বর্ণন

জনম সফল তার

কৃষ্ণ দরশন যার

ভাগ্যে হইয়াছে একবার।

বিকশিয়া হৃন্নয়ন

করি কৃষ্ণ দরশন

ছাড়ে জীব চিত্তের বিকার।।

 বৃন্দাবন-কেলিচতুর বনমালী।

ত্রিভঙ্গ ভঙ্গিমারূপ

বংশীধারী অপরূপ

রসময় নিধি গুণশালী।

বর্ণনব জলধর

শিরে শিখি পিচ্ছবর

অলকা তিলক শোভা পায়।।

পরিধানে পীতবাস

বদনে মধুর হাস

হেন রূপ জগৎ মাতায়।।

ইন্দ্রনীল জিনি কৃষ্ণরূপখানি হেরিয়া কদম্বমূলে।

 বড় উচ্চাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে। 

(সখি হে) সুধাময় সে রূপ মাধুরী। 

দেখিলে নয়ন হয় অচেতন ঝরে প্রেমময় বারি।।

 কিবা চূড়া শিরে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম।

 চরণ কমলে অমিয়া উছলে তাহাতে নূপুর দাম।। 

সদা আশা করি ভূঙ্গরূপ ধরি চরণকমলে স্থান। 

অনায়াসে পাই কৃষ্ণগুণ গাই, আর না ভজিব আন।।

(শ্রীভক্তি বিনোদ ঠাকুর)

Recommended Article

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement