-->

শ্রীগুরুর ধ্যান মন্ত্র, শ্রীগুরুর প্রণাম মন্ত্র | Shree Guru Dhyan Mantra

শ্রীগুরুর ধ্যান মন্ত্র,  শ্রীগুরুর প্রণাম মন্ত্র | Shree Guru Dhyan Mantra, বন্দনা ও ধ্যান, শ্রীগুরু ধ্যান সহ প্রণাম মন্ত্র।।Shree gurur dhan, গুরুর ধ্যান: Guru Dhyan mantra, গুরু বন্দনা। গুরু ধ্যান মন্ত্র, গুরু মন্ত্র ( ধ্যান ), শ্রী গুরুদেবের ধ্যান মন্ত্র

 শ্রীগুরুর ধ্যান


ওঁ ধ্যায়েচ্ছিরসি শুক্লাজে দ্বিনেত্রং দ্বিভুজং গুরুম্।

 শ্বেতাম্বর পরীধানাং শ্বেতমাল্যানুলেপনম্।।

 বরাভয়করং শান্তং করুণাময় বিগ্রহম্। 

বামেনোৎপলধারিণ্যা শক্ত্যা-নিগ্রিত বিগ্রহম্। 

স্মেরাননং সুপ্রসন্নং সাধকাভীষ্টদায়কম্।।


 শ্রীগুরুর প্রণাম মন্ত্র


ওঁ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্। 

তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। 

গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেবো মহেশ্বর। 

গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।। 

অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। 

চক্ষুরুন্মীলীতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। 

মন্নাথ শ্রীজগন্নাথ মদ্‌গুরো শ্রীজগদ্‌গুরো। 

মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ।।


শ্রীশ্রীগুরু পাদপদ্ম বন্দনা


বন্দে গুরু নীশভক্তামনীশমীশার তারকান। 

তৎ প্রকাশাশ্চ তচ্ছত্তিঃ কৃষ্ণচৈতন্য সংজ্ঞকম্।। 

বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহাদিতৌ। 

গৌড়োদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌসন্দৌ তমোনুদৌ।।

বন্দে আচার্য্য সদ্বৈতং ভক্তাবতারমীশ্বরম্।

যস্য জ্ঞাতা মনোবৃত্তিং চৈতন্যোবতারডুবি।।

গদাধর মহং বন্দে সহ শ্রীবাসপণ্ডিতম্।

শ্রীচৈতন্য প্রেমপাত্রৌ ভক্ত শক্ত্যাবতারকৌ।।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement