-->

তুলসী তলায় সন্ধ্যা দিবার মন্ত্র | Tulshi Sandha Mantra

তুলসী বেদি বা তুলসী আলতি একটি ধর্মীয় প্রক্রিয়া যা বিশেষভাবে সন্ধ্যার সময়ে অনুষ্ঠিত হয় এবং এটি তুলসী পূজা বা তুলসী আরাধনা নামে পরিচিত। এটি হিন্দু ধর্মে বিশেষভাবে প্রচলিত এবং সাধারিত ভারতীয় পর্বতীয় এলাকার কিছু অঞ্চলে দেখা যায়। 

প্রদীপ জ্বালানোর নিয়মঃ

পূজা অনুষ্ঠানের একটি অংশ হিসেবে আপনার তৈরি করা প্রদীপ (দীপ) জ্বালাতে নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করুন:

  • একটি দীপে ঘি অথবা সর্ষের তেল ঢেলে রাখুন।
  • তুলসী দেবীর পূজা অনুষ্ঠানের পর, দীপটি জ্বালানোর জন্য আলো দেখুন।
  • দীপের সাথে আপনি মন্ত্র জাপ করতে পারেন , যা একটি ধার্মিক অভিজ্ঞ হতে পারে।

তুলসীতলায় সন্ধ্যা দিবার মন্ত্র

তুলসীতলায় দিচ্ছি বাতি, 

সাক্ষী থেকো ভগবতী। 

সাক্ষী থেকো দেবগণ,

আর লক্ষ্মী-নারায়ণ। 

 বাতি দেখাই সন্ধ্যাকালে, 

যেন তব বরে তিন কুল উজলে। 

মিনতি করি দিয়ে গলে বাস,

অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস।


তুলসীতলায় প্রদীপ দিয়া উপরোক্ত মন্ত্র তিনবার পাঠ করিবে।

এগুলিও জেনে নিন- 

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement