-->

পিতরৌ - পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা-ই পরম তপস্যা। Pita Dharma

 পিতরৌ — মাতাপিতা | পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা-ই পরম তপস্যা "Father is heaven, father is religion, father is the highest penance."

This phrase reflects the significance and reverence attributed to fathers in many cultures, highlighting their role as protectors, providers, and moral guides within the family unit. It emphasizes the idea that fathers hold a special and esteemed place in the lives of their children and in society as a whole.

বাংলা অনুবাদ 

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা-ই পরম তপস্যা।

পিতা সন্তুষ্ট হলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকেন৷৷ ১ ৷৷

ভূমি অপেক্ষা মাতা গরীয়সী স্বর্গ অপেক্ষা পিতা উচ্চতর। 

জননী এবং জন্মভূমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ৷৷ ২৷৷

গর্ভে ধারণ এবং পোষণের জন মাতা পিতার থেকে অধিক পূজ্যা।

সেইজন্যই তিনি ভুবনে মায়ের সমান গুরু নেই ।। ৩।।

যার গর্ভে জীব
জন্মলাভ করে এবং যার স্নেহে বেঁচে আছে।

তিনিই স্বয়ং ঈশ্বরী, সেই মাতাকে আমরা নমস্কার করি।। ৪।।

গঙ্গার সমান তীর্থ নেই, বিয়ুর সমান প্রভু নেই ।

পিতার সমান পূজ্য নেই, মাতার সমান গুরু নেই।। ৫।।

মাতা এবং পিতাকে দেখে কিন্তু ধর্মজ্ঞানী পুত্রের কর্তব্য হল- 

মাকে অগ্রে প্রণাম করে পরে গুরুরূপ পিতাকে প্রণাম করা।। ৬।।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement