জন্মাষ্টমী পালন করার সঠিক পদ্ধতি | Krishna Janmashtami Rules in Bengali
22:25
জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী (Krishna Janmashtami)একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুরঅবতারকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি।হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।
জন্মাষ্টমী পালন করার সঠিক পদ্ধতি
ধরুন জন্মাষ্টমী ৩০ তারিখ হলে, অর্থাৎ ২৯ তারিখ আগের দিন আপনাকে সাত্তিক আহার করে সংযম করতে হবে।
২৯ তারিখ রাত ১০ টার আগে খেয়ে ভাল ভাবে ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন। পর দিন সকাল ৩০ তারিখ ব্রহ্ম মুহুর্তে উঠে স্নান করে নিবেন।
জন্মাষ্টমির দিন সারা দিন ব্যাপি রাত ১২ টা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে। আর যারা অপরাগ বা অসুস্থ তারা একাদশীর মতো দুপুরে অনুকল্প প্রসাদ নিতে পারেন।
তবে জন্মাষ্টমির দিন অবশ্যই পঞ্চশস্য বর্জনীয়। এবং জন্মাষ্টমির দিন বেশি বেশি ভগবানের লীলা শ্রবণ, গীতা পাঠ, হরিনাম জপ, প্রবচন শুনতে পারেন।
বাড়িতে বিগ্রহ বা চিত্রপট থাকলে রাত ১২ টার পর পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন
আপনি সেদিন ভগবান কে সব কিছুই নিবেদন করতে পারবেন তবে আপনি পঞ্চশস্য জাতিয় খাবার খেতে পারবেন না। আপনি রাত্রের বেলা ফল, দূধ দিয়ে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন।
পরদিন রোহিনি নক্ষত্র পার হয়ে গেলে ভগবানকে অন্ন নিবেদন করে সেই অন্ন গ্রহণ করে উপবাস ভঙ করতে হবে।
ডাকটিকিট একখন্ড কাগজ যা ডাক মাসুল হিসেবে ব্যবহৃত হয়। নানা বর্ণের এই ডাক
টিকিট গুলোতে ফুটে ওঠে দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব,
ইত্যাদি বি...
*10 Delicious Ramadan Recipes for Your Iftar Table:* From chicken biryani
to fruit chaat and sheer khurma, these traditional Ramadan recipes are easy
to...
হা-ডু-ডু খেলা একটি প্রসিদ্ধ বাংলাদেশী গোলযাত্রা খেলা। এই খেলাটি মূলত পৌষ
মাসের শেষ পর্যন্ত খেলা হয়। খেলাটি দুটি দলে খেলা হয়। প্রতিদিন সকালে দুটি
দলের জন্...
0 Comments