-->

শনিদেবের অষ্টতর নাম ও শনিদেবের পাঁচালী

এই পষ্টে "শনিদেবের পাঁচালী" এবং অষ্টতর নাম শেরার করা হল। নিম্নে শনিদেবের অষ্টতর নাম ও শনিদেবের পাঁচালী PDF এর লিঙ্ক দেওয়া হয়েছে প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন।।  


শনিদেবের অষ্টতর নাম ও শনিদেবের পাঁচালী

🔯 গণেশ বন্দনা 🔯


প্ৰণমো চরণে প্ৰভু দেব গজানন।

তোমার স্মরণে হয় বিঘ্নবিনাশন।।

একদন্ত গজানন চতুৰ্ভূজ ধারী।

খৰ্বকায় স্থুলতণু লম্বোদরধারী।।

দিব্য দেহে শোভা পায় নানা আভরণ।

দিব্যমালা কণ্ঠে তুমি করিছা ধারণ।।

রক্তবৰ্ণ দেহ তোমার মুষিক বাহণ।

সৰ্ব দেব-দেবী আগে তোমার পুজন।।

বিরাজিত তুমি দেব রত্ন সিংহাসনে।

বারে বারে প্ৰণাম করি দুখানি চরণে।।


🔯 সৰ্ব দেব-দেবীর বন্দনা 🔯


বন্দিলহো বৈকুণ্ঠত লক্ষ্মী নারায়ণ।

যোড়করে বন্দি সরস্বতী আইর চরণ।।

কৈলাসতে বন্দিলো দেব মহেশ্বরে।

যোগী ঋষিগণ সদা যার ধ্যান করে।।

বন্দিলো শ্ৰীদুৰ্গার চরণ দুখনি।

আদ্যাশক্তি মহামায়া বিশ্ব প্ৰসবিনী।।

গণেশর শ্ৰীচরণে করিনু প্ৰণতি।

বন্দিলো কাৰ্ত্তিকেয় দেব সেনাপতি।।

বন্দিলো চন্দ্ৰ সূৰ্য্য আরূ গ্ৰহগণ।

বন্দিলো দশ মহাবিদ্যার চরণ।।

পতিত পাবনী গঙ্গা করিনু বন্দন।

যাহার স্মরণে সৰ্ব পাপ বিনাশন।।

বৃন্দাবনত বন্দিলো শ্ৰীকৃষ্ণ রাধারে।

গয়া আদি তীৰ্থ ক্ষেত্ৰ বন্দি করযোড়ে।।

যম আরূ প্ৰজাপতি বন্দনা করিয়া।

ছায়া সবৰ্ণারে বন্দো প্ৰণত হইয়া।।

এতিয়া শনিদেবক বন্দিলো যোড় করে।

ফনিন্দ্ৰ নগেন্দ্ৰ ইন্দ্ৰ কঁপে যার ডরে।।

সৰ্বদেব দেবী পদে করিয়া প্ৰণতি।

রবিপুত্ৰ শনৈশ্চর কহিব ভারতী।।

যাহার কৃপাত সৰ্ব দুঃখ নাশ হয়।

শনি তুষ্ট হলে গৃহে লক্ষ্মী বাঁধা রয়।।

স্কন্দ পুরাণত আছে বৰ্ণনা ঋষির।

অতিকে সুন্দর গুণ চরিত্ৰ শনির।।

শুদ্ধাচারত একমনে যি জনে পূজয়।

গ্ৰহরাগ তার প্ৰতি সুপ্ৰসন্ন হয়।।

সৰ্বকাৰ্যত শনি তাক করয় রক্ষণ।

ধনৈশ্বৰ্যে পূৰ্ণ হয় তহার ভবন।।

বিপদত পরি যেয়ে শনিদেবক মাতে।

সূৰ্য্যপুত্ৰ গ্ৰহরাজ রক্ষা করে তাকে।।


*শঙ্খপতি সদাগর উপাখ্যান 🔯


শঙ্খপতি নামে এক বণিক নন্দন।

বিজয় নগরে বাস শুনা বিবরণ।।

শঙ্খপতি বাণিজ্যতে সদা ব্যস্ত হয়।

কিন্তু তেওঁর কোনোদিনে লাভত নরয়।।

একদিনা এশ নাও সাজাই-পরাই।

বাণিজ্যর উদ্দেশ্যেরে নদীয়েদি যায়।।

গঙ্গাপারত দেখে এক ব্ৰাহ্মণ কুমার।

এক মনে পূজা করে নাজোনোহে কার।।

বণিকে কাষলৈ গৈ সাদরে সুধিলে।

কোনজন দেবর পূজা তেওঁ আরম্ভিলে।।

ব্ৰাহ্মণে বুলিলে শুনা বণিক নন্দন।


ভক্তি ভাবে করি আছো শনির পূজন।।

সদাগরে কয় প্ৰভু করো নিবেদন।

শুভ যদি হয় ময়ো করিম পূজন।।

বিপ্ৰই বোলে শনিবারে শনিক পূজিবা।

কৰ্বকাৰ্য্যে সিদ্ধি লাভ অবশ্যে করিবা।।

সদাগরে সোধে হে বিপ্ৰমণি।

কিনো বিধান আছে কোবা পূজিবলৈ শনি।।

শুনি বিপ্ৰ পূজাবিধি সব লেখি দিল।

সদাগরে শনি পূজা আরম্ভ করিল।।

নাও লৈ সদাগরে ফুরে দেশে দেশে।

বাণিজ্যত বহু লাভ হৈল ক্ৰমে ক্ৰমে।।

সদাগরর বাণিজ্যতে বহু লাভ হৈল।

কুবেরর দরে ধন বাঢ়িতে লাগিল।।


আত্মীয় স্বজন সৈতে মহা আনন্দতে।

ব্যস্ত থাকে সদাগর শনির পূজাতে।।

দেশে দেশে যায় সাধু বাণিজ্য কারণ।

শনির কৃপাতে লাভ হয় বহু ধন।।

যতে দিয়ে হাত তেওঁ লাভ হয় তাতে।

দিনে দিনে বাঢ়ে ধন শনির কৃপাতে।।

ধনগৰ্বত মত্ত হল সাধুর তণয়।

শনির পূজালৈ তেওঁর অবহেলা হয়।।

শনির পূজাত তেওঁর নাথাকিল মতি।

অমৃততে হল যেন গরল উত্পত্তি।।

বাণিজ্যর বাবে সাধু যি দেশত আছিল।

সিদেশতে রাজকোষত ডাকাইতি ঘটিল।।

চোরে আনি চুরি বস্তু সাধুকে বেচিলে।


অল্পমূল্যে বহু বস্তু সদাগরে পালে।।

একেবারে বহু বস্তু করিলে বেপার।

শংখপতির আনন্দত লাগে তোলপার।।

ছালনা করিলে শনি চোরাংচোবা হৈ।

ধনগৰ্বী বণিকক মজা দিলে গৈ।।

কতোবাল সবে কয় হের সদাগর।

ডকাইতিত ঘূরি ফুরে দেশ দেশান্তর।।

ডকাইত বুলি বণিকক করিলা বন্ধন।

রাজ দরবারত নি করালে দৰ্শন।।

রজাই দেখি কটোবালক কহিলে ক্ৰোধেরে।

হাত-ভরি বান্ধি তাক রাখা কারাগারে।।

রাজার আদেশ পালি সদাগরক নিলে।

হাত ভরি বান্ধি তাক কারাগারাত থলে।।


কারাগারত সদাগরে করি ক্ৰন্দন।

ধরিত্ৰীয়ে কয় শনিক করা আবাহন।।


🔯 সদাগরের শনির প্ৰতি বিলাপ 🔯


কান্দি কান্দি সদাগরে শনি স্তব করে।

কত আছা শনিদেব রক্ষা করা মোরে।।

অশ্ৰুনির দেখি শনির দয়া উপজিল।

সদাগরর মুক্তির বাবে সত্তরে চলিল।।

সুখে নিদ্ৰা যায় রজা শয্যাত পরিয়া।

শনিয়ে স্বপ্নত কয় কানে কানে গৈয়া।।

সদাগর চোর নহয় অতিকে সজ্জন।

তার প্ৰতি এনে খং করা অকারণ।।

শিঘ্ৰে মুক্তি দিয়া তাক আদেশ করিলো।

অন্যথাই তোমারো ধ্বংশ নিশ্চয় করিলো।।

স্বপ্ন দেখি ভয়ে রজা কারাগারে যায়।

শংখপতি সদাগরক বিনয়েরে কয়।।

আনন্দেরে গুটি যোবা আপোন গৃহত।

বহু কষ্ট পালা তুমি দৈব বিপাকত।।

সদাগরে কয় রজা দোষ একো নাই।

শনির কোপত মোর হইছে বিলাই।।

রজার আদেশ লৈয়া সদাগর যায়।

শত সাধু সঙ্গে লৈয়া নৌকা চলায়।।

ভক্তি ভরে ভাবে সাধু শনির চরণ।

অতি শিঘ্ৰে নিজ দেশে দিলে দরশন।।

কৃহে আসি প্ৰথমতে পূজে শনৈশ্চর।

জ্ঞাতি বন্ধু সমবেত হৈল বহুতর।।

শনির হইল কৃপা সদাগরর প্ৰতি।

সুখ শান্তি বিরাজিলে গৃহত সম্পত্তি।।

প্ৰতি শনিবারে করে শনির পূজন।

সকলোবে মিলি করে শনির ভজন।।

শনির চরণে যেয়ে ভাবে একমনে।

সৰ্বদুখ দূর হয় বিপদর ক্ষণে।।

প্ৰতি শনিবারে যেয়ে শনিক পূজিব।

রোগ শোক দুখ তার সকলো গুছিব।।

শনির মাহাত্ম্য যেয়ে করিব শ্ৰবণ।

তার প্ৰতি নবগ্ৰহ সদা তুষ্ট হন।।

শনির পাঁচালী যদি রাখে ঘরে ঘরে।

শনিও সন্তুষ্ট হয় লক্ষী কৃপা করে।।


হরি হরি বোলা সবে যত বন্ধুগণ।

শনির পাঁচালী গ্ৰন্থ হৈল সমাপন


卐অষ্টোত্তর শতনাম

==================

১।ॐ শনৈশ্চরায় নমঃ

২।ॐ শান্তায় নমঃ

৩।ॐ সর্বাভীষ্টপ্রদায়িনে নমঃ

৪।ॐ শরণ্যায় নমঃ

৫।ॐ বরেণ্যায় নমঃ

৬।ॐ সর্বেশায় নমঃ

৭।ॐ সৌম্যায় নমঃ

৮।ॐ সুরবন্দ্যায় নমঃ

৯।ॐ সুরলোকবিহারিণে নমঃ

১০।ॐ সুখাসনোপবিষ্টায় নমঃ

১১।ॐ সুন্দরায় নমঃ

১২।ॐ ঘনায় নমঃ

১৩।ॐ ঘনরূপায় নমঃ

১৪।ॐ ঘনাভরণধারিণে নমঃ

১৫।ॐ ঘনসারবিলেপায় নমঃ

১৬।ॐ খদ্যোতায় নমঃ

১৭।ॐ মন্দায় নমঃ

১৮।ॐ মন্দচেষ্টায় নমঃ

১৯।ॐ মহনীযগুণাত্মনে নমঃ

২০।ॐ মর্ত্যপাবনপদায় নমঃ

২১।ॐ মহেশায় নমঃ

২২।ॐ ছাযাপুত্রায় নমঃ

২৩।ॐ শর্বায় নমঃ

২৪।ॐ শততূণীরধারিণে নমঃ

২৫।ॐ চরস্থিরস্বভাবায় নমঃ

২৬।ॐ অচঞ্চলায় নমঃ

২৭।ॐ নীলবর্ণায় নমঃ

২৮।ॐ নিত্যায় নমঃ

২৯।ॐ নীলাঞ্জননিভায় নমঃ

৩০।ॐ নীলাম্বরবিভূশণায় নমঃ

৩১।ॐ নিশ্চলায় নমঃ

৩২।ॐ বেদ্যায় নমঃ

৩৩।ॐ বিধিরূপায় নমঃ

৩৪।ॐ বিরোধাধারভূমযয় নমঃ

৩৫।ॐ ভেদাস্পদস্বভাবায় নমঃ

৩৬।ॐ বজ্রদেহায় নমঃ

৩৭।ॐ বৈরাগ্যদায় নমঃ

৩৮।ॐ বীরায় নমঃ

৩৯।ॐ বীতরোগভযায় নমঃ

৪০।ॐ বিপত্পরম্পরেশায়নমঃ

৪১।ॐ বিশ্ববন্দ্যায় নমঃ

৪২।ॐ গৃধ্নবাহায় নমঃ

৪৩।ॐ গূঢায় নমঃ

৪৪।ॐ কূর্মাঙ্গায় নমঃ

৪৫।ॐ কুরূপিণে নমঃ

৪৬।ॐ কুত্সিতায় নমঃ

৪৭।ॐ গুণাঢ্যায় নমঃ

৪৮।ॐ গোচরায় নমঃ

৪৯।ॐ অবিদ্যামূলনাশায় নমঃ

৫০।ॐ বিদ্যাবিদ্যাস্বরূপিণে নমঃ

৫১।ॐ আযুষ্যকারণায় নমঃ

৫২।ॐ আপদুদ্ধর্ত্রে নমঃ

৫৩।ॐ বিষ্ণুভক্তায় নমঃ

৫৪।ॐ বশিনে নমঃ

৫৫।ॐ বিবিধাগমবেদিনে নমঃ

৫৬।ॐ বিধিস্তুত্যায় নমঃ

৫৭।ॐ বন্দ্যায় নমঃ

৫৮।ॐ বিরূপাক্ষায় নমঃ

৫৯।ॐ বরিষ্ঠায় নমঃ

৬০।ॐ গরিষ্ঠায় নমঃ

৬১।ॐ বজ্রাঙ্কুশধরায় নমঃ

৬২।ॐ বরদাভযহস্তায় নমঃ

৬৩।ॐ বামনায় নমঃ

৬৪।ॐ জ্যেষ্ঠাপত্নীসমেতায় নমঃ

৬৫।ॐ শ্রেষ্ঠায় নমঃ

৬৬।ॐ মিতভাষিণে নমঃ

৬৭।ॐ কষ্টৌঘনাশকর্ত্রে নমঃ

৬৮।ॐ পুষ্টিদায় নমঃ

৬৯।ॐ স্তুত্যায় নমঃ

৭০।ॐ স্তোত্রগম্যায় নমঃ

৭১।ॐ ভক্তিবশ্যায় নমঃ

৭২।ॐ ভানবে নমঃ

৭৩।ॐ ভানুপুত্রায় নমঃ

৭৪।ॐ ভব্যায় নমঃ

৭৫।ॐ পাবনায় নমঃ

৭৬।ॐ ধনুর্মণ্ডলসংস্থায় নমঃ

৭৭।ॐ ধনদায় নমঃ

৭৮।ॐ ধনুষ্মতে নমঃ

৭৯।ॐ তনুপ্রকাশদেহায় নমঃ

৮০।ॐ তামসায় নমঃ

৮১।ॐ অশেষজনবন্দ্যায় নমঃ

৮২।ॐ বিশেশফলদাযিনে নমঃ

৮৩।ॐ বশীকৃতজনেশায় নমঃ

৮৪।ॐ পশূনাং পতযে নমঃ

৮৫।ॐ খেচরায নমঃ

৮৬।ॐ খগেশায নমঃ

৮৭।ॐ ঘননীলাম্বরায় নমঃ

৮৮।ॐ কাঠিন্যমানসায় নমঃ

৮৯।ॐ আর্যগণস্তুত্যায় নমঃ

৯০।ॐ নীলচ্ছত্রায় নমঃ

৯১।ॐ নিত্যায় নমঃ

৯২।ॐ নির্গুণায় নমঃ

৯৩।ॐ গুণাত্মনে নমঃ

৯৪।ॐ নিরামযায় নমঃ

৯৫।ॐ নিন্দ্যায় নমঃ

৯৬।ॐ বন্দনীযায় নমঃ

৯৭।ॐ ধীরায় নমঃ

৯৮।ॐ দিব্যদেহায় নমঃ

৯৯।ॐ দীনার্তিহরণায় নমঃ

১০০।ॐ দৈন্যনাশকরায নমঃ

১০১।ॐ আর্যজনগণ্যায নমঃ

১০২।ॐ ক্রূরায় নমঃ

১০৩।ॐ ক্রূরচেষ্টায় নমঃ

১০৪।ॐ কামক্রোধকরায় নমঃ

১০৫।ॐ কলত্রপুত্রশত্রুত্বকারণায় নমঃ

১০৬।ॐ পরিপোষিতভক্তায় নমঃ

১০৭।ॐ পরভীতিহরায নমঃ

১০৮।ॐ ভক্তসংঘমনোঽভীষ্টফলদায নমঃ

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement