-->

পুজার ফর্দমালা জেনে নিন কোন পুজায় কী কী দ্রব্য প্রয়োজন

পুজার ফর্দমালা জেনে নিন কোন পুজায় কী কী দ্রব্য প্রয়োজন ( Pujar Fardmala, ) এই পোষ্টে মনসা পুজা , নতুন খাতা, শনি পূজা, শীতলা পূজা, ষষ্ঠী পূজা, সূতিকা-ষষ্ঠী পূজা, অক্ষয় তৃতীয়া ব্রত, জন্মাষ্টমী ব্রত, জিতাষ্টমী ব্রত, সরস্বতী পূজা , বিদ্যারম্ভের ফর্দ্দ  ও  সুবচনী ব্রত এর পুজার কী কী উপকরণ প্রয়োজন (পুজার ফর্দ) লাগে তা শেয়ার করা হল। 
পুজার ফর্দমালা



পুজার ফর্দমালা জেনে নিন কোন পুজায় কী কী দ্রব্য প্রয়োজন

সরস্বতী পূজা ফর্দ্ধমালা ( Saraswati apuja )


সিদ্ধি, সিন্দুর, তিল, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চপল্লব, যব-তিসিগাছ, পুরোহিত বরণ -১, ঘট— ১, দ্বার ঘট-২, কুণ্ডহাঁড়ি-১, তেকাঠা-১, দর্পণ-১, তীরকাঠি- ৪, সাদাসূতা, বরণডালা, সশীষ ডাব-৩, ঘটাচ্ছাদন গামছা, এক সরা আতপ চাউল, আসনাঙ্গুরীয়-২, মধুপর্ক বাটি-২, মধু, দধি, আবীর- অভ্র, দেবীর শাড়ী, ধূপ-প্রদীপ, বরণডালা-১, লক্ষ্মীর শাড়ী, চাঁদমালা, বিল্বপত্র-মালা, শাঁখা-লোহা, রচনা, আম্রমুকুল, কুল, লেখনি-মস্যাধার, নৈবেদ্য-২, কুচা নৈবেদ্য, থালা, ঘটি, ভোগের দ্রব্যাদি, পুষ্পাদি, পান, পানের মশলা, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত, হোমের বিল্বপত্র-২৮, পূর্ণপাত্র ও দক্ষিণা।

মনসা পুজা 

 সিন্দর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল, পূজার শাড়ী ১, মধুপর্কের বাটী ১, মধু, ঘৃত, দধি, তিল, হরিতকী, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য ১, অষ্টনাগের নৈবেদ্য ৮, কুচা নৈবেদ্য ১, উচ্ছে, দুদ্ধ উপকরণ, ফল-মূলাদি, দক্ষিণা। )

নতুন খাতা

পূজা-নতুনখাতা, সিন্দুর, চন্দন, হরিদ্রা বাটা, মােহর করিবার টাকা, পঞ্চবর্ণের গুড়ি, পঞ্চশন। পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, ঘটাচ্ছাদন গামছা, সশীষ ডাব, একসরা আতপ তণ্ডুল, নৈবেদ্য ২, ধুতি ১, শাটা ১ মধুপর্কের বাটী ২, আসনাঙ্গুরীয়ক ২, দধি, ঘৃত, মধু বা ইক্ষু গুড়, তিল, হরিতকী, পুষ্প, দূ্ব্বা, তুলসী, বিন্বপত্র, ফল মূলাদি উপকরণ, নৈবেদ্য ১, হােমের ঘৃত ১ পোয়া, বালি, কাষ্ঠ, সমিধ, পূর্ণপাত্র, দক্ষিণা।

শনি পূজা

তীরকাঠি ৪টা, কৃষ্ণঘট ১, পুষ্প, দূৰ্ব্বা, তুলসী, বিন্বপত্র, তিল, হরিতকী, ধূপ, দীপ, কৃষ্ণ পুষ্প, পূজার কৃষ্ণবর্ণ বস্ত্র, লৌহের মধুপর্ক বাটী, লৌহের আসন, লৌহের অঙ্গুরীয়ক, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, মধু, ঘৃত, ইক্ষুচিনি, দক্ষিণা।

শীতলা পূজা

শীতলা প্রতিমা অথবা ঘট ১, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, তীর ৪, সিন্দুর, সশীষ ডাব ১ তাণডুলপূর্ণ সরা, গামছা ৩, তিল, হরিতকী, পুষ্প, দূৰ্ব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, বড় নৈবেদ্য ১, কুচা নৈবেদ্য ১, শীতলার শাটী ১, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্ক ১, প্রতিমা হইলে গদ্দভের ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্ক বাটী ২, দধি, মধু, ঘৃত, নথ, লােহা, শাঁখা, সিঁদুর চুবড়ি, রচনা, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, হােম করিলে বালি, কাষ্ঠ, সমিধ, হােম্রে ঘৃত ১ পােয়া, বলি-দ্রব্য, আরতির দ্রব্য, পূর্ণপাত্র, দক্ষিণা।

ষষ্ঠী পূজা

সিঁদুর, ঘট ১, বটের ডাল ১, তিল, হরিতকী, পুষ্প, দূর্বা, তুলসী, বিন্বপত্র, ধূপ, দীপ ধুনা, আসনাঙ্গরীয়ক, মধুপর্কের বাটী, দধি, মধু, চিনি ,পূজার ধুতি ১, শাটী ১, নৈবেদ্য ২, তৈল, হরিদ্রা, দুগ্ধ, চুবড়ী ২১, খৈ মুড়কি, পান, সুপারী, সন্দেশ, দক্ষিণা।

সূতিকা-ষষ্ঠী পূজা

সিন্দুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, আক্রশাখা ১, ঘট ১, বটের ডাল, তিল, হরিতকী, পুষ্প, দূৰ্ব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক ২ মধুপর্কের বাটী ২, দধি, মধু, চিনি, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, ষষ্ঠীর শাটী ১, মার্কণ্ডেয় ধুতি ১, মন্থনদণ্ড ১, তীর ৪, ধনু ১, পিটুলি অঙ্কিত হাঁড়ি ১, পিটুলি অঙ্কিত পুত্তলিকা ২, শ্বেতসর্ষপ, মাষকলাই, বটের পাতা ২০, পাখা ১, হরির দ্বাদশ নাম লিখিবার জন্য শুভ্র (শ্বেত) বর্ণের নতুন বস্ত্রখণ্ড ১, কাচাহলুদ ১, ঘৃতপ্রদীপ ১, আঁতমরা ফল ২, লােহা ২, ঘুনসি ১, তালপত্র ১, গােমুণ্ডের পূজা, ব্রাহ্মণের পদধূলি, মিষ্টান্ন, পুরােহিতের দক্ষিণা।

অক্ষয় তৃতীয়া ব্রত

 সিন্দুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকী, ফুল, দূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২, দধি, চিনি, ঘৃত, পূজার বস্ত্র ১, শাটী ১, নৈবেদ্য ১, কুচা নৈবেদ্য ১, সভােজ্য জলপূর্ণ ঘট ১, বস্ত্র ১, পাখা ১, দক্ষিণা।

জন্মাষ্টমী ব্রত

পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকী, ফুল, তুলসী, দূর্বা, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক মধুপর্কের বাটী ৪, নৈবেদ্য ৬, কুচা নৈবেদ্য ১, গুড়, ঘৃত, বালি, কাষ্ঠ, খােড়কে, ঘৃত ২ পােয়া, পূর্ণপাত্র ১, দধি, মধু , চিনি, তৈল, হরিদ্রা।

জিতাষ্টমী ব্রত

 ধুতি ১, মধুপর্ক ১, আসনাঙ্গুরীয়ক ১, নৈবেদ্য ১, ভােজ্য ১, কুশ, তিল, হরিতকী, পুষ্পাদি, পুষ্পমাল্য, উপাস্যদেবতা জীমূতবাহন।

শিবরাত্রি ব্রত 

সিদ্ধি, তিল, হরিতকী, ফুল দূর্বা, ধুতুরাফুল, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, দধি, দুগ্ধ, ঘৃত, চিনি, মধু, শিবের ধুতি ১, দুর্গার শাটী ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২, নৈবেদ্য ৮, কুচা নৈবেদ্য ১, যথাসাধ্য পুরােহিত দক্ষিণা। চারি প্রহরে চারিবার পূজা করিবে।

বিদ্যারম্ভের ফর্দ্দ

বিষ্ণুপূজার ধুতি ১, লক্ষ্মী ও সরস্বতী পূজার শাটি ২, বালকের পরিধেয় বস্ত্র ,মধুপর্কের কাংস্য বাটী ৩, আসন ৩, রূপার অঙ্গুরীয়ক ৩, দধি, মধু, তিল, হরিতকী, ফল-মূলাদি, সিন্দুর, ধূপ, দীপ, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, ফল, স্লেট ১, রাম খড়ি ১, বর্ণমালা পুস্তক ১ খানি, তুলসী, বিন্বপত্র, দূৰ্ব্বা ও পুষ্পাদি, দক্ষিণা।

 সুবচনী ব্রত ফর্দ্ধমালা 

ঘট ১, সিন্দুর, তৈল, হরিদ্রা, তিল, হরিতকী, পুষ্প, দূৰ্ব্বা, মধু, চিনি, ঘৃত, পূজার শাটী, আসনঙ্গুরীয়ক ১, মধুপর্কের বাটি ১, পান, সুপারী, অঙ্কিত হংস ও খোঁড়া হাঁস, দুগ্ধ ১ পােয়া, দক্ষিণা। স্ত্রীগণকে তৈল, সিন্দুর ও জল পানীয় দ্রব্য দিবেন।
সোর্স- বিভিন্ন পুজার ও পদ্ধতি ও ইন্টারনেট 
You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement